শোবিজ ডেস্ক :”ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত সুবিধাবঞ্ছিত শিশুদের শিক্ষালয় “ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুল” যা মিরপুর-৬ এ অবস্থিত । এখানে শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশুনার পাশাপাশি খাদ্য, বস্র, স্বাস্থ্য সেবা, বিনোদন, বৃত্তিসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডের ব্যবস্থা করা হয় । ময়ূরপঙ্খীর এই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আজ খাদ্য প্রদান করেন মডেল ও অভিনেত্রী সানাই । এই শিক্ষার্থীদের নিয়মিত সহযোগিতার কথাও জানান এই অভিনেত্রী। এই প্রসঙ্গে সানাই মাহবুব আরো বলেন, সেই কবে থেকেই আমি সুবিধা বঞ্চিত শিশু আর নির্যাতিতা নারীদের নিয়ে কাজ করছি কিন্তু নিজের মতো করে, নিজের সাধ্যের মধ্যে থেকেই করছি। তো মা বললেন, তুই এই ভাল কাজটা মানুষের সামনে কেনো আনিস না! তোকে দেখে যদি ২ জন মানুষ অনুপ্রাণিত হয়ে ও এগিয়ে আসে মানবতার সেবায় বুঝবি তুই জান্নাতের কাছাকাছি!
মায়ের কথা টা কেনো জানি মন ছুয়ে গেলো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সানাই বলেন- আমি একটি বাচ্ছা কোলে নিয়ে সব ভুলে গিয়েছিলাম! কিছুক্ষণের জন্য মনে হয়েছে জীবন সুন্দর, ভীষণ সুন্দর!
মানবতার জয় হোক!মানবতা দেবত্যের অংশ! জাগ্রত হোক সবার মাঝে এই দেবত্য বোধ শিক্ষার্থীদের শিক্ষা কাজ কাজ যাতে ঠিকভাবে পরিচালিত হয় তার জন্য যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি সহযোগিতা অব্যাহত রাখবো । কর্মসূচিটি সভাপতিত্ব করেন- ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- ময়ূরপঙ্খীর ভাইস চেয়ারম্যান সাথী খান, ভাইস চেয়ারম্যান মোঃ হৃদয় রহমান, সেক্রেটারি নাভিদ চৌধুরী । উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক তাজিম তজ, প্রচার সম্পাদক সানজিদ ফরাজী,সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে স্কুলটির আরো শাখা বৃদ্ধিরও পরিকল্পনার কথা জানান সুমন ।
উল্লেখ্য ২০০৮ সাল থেকে আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে চলছে ময়ূরপঙ্খী সংস্থাটি।
ময়ূরপঙ্খীর সুবিধাবঞ্ছিত স্কুল শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করলেন সানাই
Read Time:3 Minute, 6 Second