0
0
Read Time:1 Minute, 25 Second
শোবিজ ডেস্ক: তরুণ প্রজন্মের ব্যস্ত ফটোগ্রাফার শওকত মোল্লা। ফটোগ্রাফিতে শখের বসে এসে এখন পেশায় রূপান্তরিত হয়েছে। ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিয়ে একজন ফটোগ্রাফার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এ তরুণ ফটোগ্রাফার। নিজের মনে কাজকে ধারণ করে আপন গতিতে এগিয়ে চলছেন। শোবিজের তারকাদেরও বেশকিছু ছবি তুলেছেন। কাজ করছেন ওয়েডিংও। দুটোতেই সমানতালে কাজ করছেন। নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ; চিত্রনায়ক ফেরদৌস; নায়িকা পূর্ণিমার সাথে কাজ করতে বেশী পছন্দ করেন।শওকত মোল্লা বলেন;এবারের ঈদেও কাজ নিয়ে বেশ ব্যস্ততম সময় কেটেছে। ঈদেরপরও ব্যস্ত হয়ে গেছি। আমার ফটোগ্রাফি জীবনে ২০১৯ সাল অর্থাৎ এ বছরের শুরু থেকেই ব্যাপকহারে যে কাজ করেছি তা আমার ফটোগ্রাফি জীবনে সেরা। এ বছরে প্রচুর কাজ করেছি। আগামীদিনেই এভাবে কাজ করে এগিয়ে যেতে চাই। সকলের দোয়া প্রত্যাশা করছি।