রংপুরে আসছে নন্দনকলাকেন্দ্রের নৃত্যনাট্য “মহুয়া”

0 0
Read Time:1 Minute, 51 Second

 

রিফাত রাহুল খাঁন: প্রজন্মের ব্যস্ততম নৃত্যশিল্পী সিনথিয়া ইয়াসমিন। শোবিজ অঙ্গনে নিজের সুনিপুণ নৃত্য শৈলী দিয়ে নিজেকে অধিষ্ঠিত করেছেন আপন মহিমায়। মহুয়া ড্যান্স ড্রামার নায়িকা মহুয়া( সিনথিয়া) এবার যাচ্ছেন রংপুরে। আর তার সাথে পারফর্ম করবেন শাহরিয়ার শাহেদ।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তিতে পরিবেশিত হচ্ছে ” মহুয়া”। আর এতে অংশ নিতে আগামীকাল রংপুর যাবেন তিনি। এ অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করবেন এম. আর. ওয়াসেক।এছাড়া সাথে থাকবেন নন্দনকলা কেন্দ্র এর শিল্পীবৃন্দ।

এ অনুষ্ঠানটি নিয়ে সিনথিয়া ইয়াসমিন  বলেন; এর আগেও এ শো আমরা ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ ; শেরপুর ও হবিগঞ্জে করেছি; যা ব্যাপকহারে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল রংপুর শোতে অংশ নিবো; আশা করবো নিজের সর্বোচ্চ চেস্টা দিয়ে অনুষ্ঠানটি সফল করবো। উল্লেখ্য; নৃত্য ছাড়াও সিনথিয়া অভিনয়েও পারদর্শী।

কিছুদিন আগে “বজলু মিয়ার সিগন্যাল ” নামের একটি নাটক সম্পন্ন করেছেন। এছাড়া আগামী ২৯ অক্টোবর রাজধানীর জাতীয় জাদুঘরে এজেএফবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও নাচের পারফর্ম করবেন বলে জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %