রওশন এরশাদের বহিস্কারের দাবিতে রংপুরে ঝাড়– মিছিল

0 0
Read Time:1 Minute, 48 Second

জাতীয় পার্টি থেকে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহামুদসহ সকল ষড়যন্ত্রকারীদের বহিস্কারের দাবিতে রংপুর নগরীতে ঝাড়– মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর জাতীয় মহিলা পার্টি।

গতকাল শুক্রবার বিকেলে সেন্ট্রাল রোড়ের জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমাবেশ করে।সমাবেশে অবিলম্বে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহামুদসহ সকল ষড়যন্ত্রকারীদের দল থেকে বহিস্কারের দাবি জানানো হয়।বক্তব্য রাখেন জাতীয় মহিলা দলের আহ্বায়ক জেসমিন আক্তার, সদস্য সচীব জোৎসা বেগম, দুলালী বেগম, লাইলি বেগম প্রমুখ।

বক্তারা বলেন, যখন জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে, তখন দলকে বিভক্ত করার জন্য রওশন এরশাদ ও আনিসুল ইসলাম মাহামুদ ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীরা অতীতে বিএনপির সাথে হাত মিলিয়ে দলকে ভাঙ্গার চেষ্টা করেছিল। কিন্ত তারা সফল হয় নাই। এদেশের লাখ লাখ এরশাদ ভক্ত তাদের এই ষড়যন্ত্র কোনো দিন মেনে নেবে না। সমাবেশে বক্তারা আরো বলেন, জিএম কাদের ছাড়া আমরা কাউকে পার্টির চেয়ারম্যান মানি না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %