‘ রঙ্গিলা ভাবি ‘ লিজা খানম

0 0
Read Time:1 Minute, 21 Second

শোবিজ ডেস্ক :লিজা খানম যিনি অভিনয় জগতের এক নক্ষত্র যার মনে প্রানে আছে অভিনয়ের প্রতি অসীম ভালোবাসা l শতাধিক নাটকে অভিনয় করে ও থমকে যায়নি লিজা খানম জীবনের শেষ সময় পর্যন্ত কোটি ভক্তের ভালোবাসা নিয়ে অভিনয়ের সাথে মিশে থাকতে চায় lলিজা খানম এক প্রশ্নের উত্তরে জানান আগামীতে দর্শকদের জন্য ভালো কিছু নাটক,টেলিফ্লিম উপহার দিবেন এছাড়া ও তিনি বলেন প্রযোজক ও পরিচালকদের গল্পের প্রতি আরো মনোযোগী হতে হবে কারণ বর্তমান গল্প গুলো প্রায় একই রকম গল্পে শিক্ষা মূলক বিষয় থাকতে হবে ছোট বাচ্চাদের ভূমিকা থাকতে হবে যা বর্তমান গল্পে খুব একটা পাওয়া যায় না l লিজা খানম জানান আগামীতে রঙ্গিলা ভাবি নামের ধারাবাহিক নাটকের কেন্দ্রীয় চরিত্রে তাকে দেখা যাবে এই নাটকে বাস্তব চিত্র তুলে ধরা হবে যা লক্ষ্য মানুষকে অনুপ্রাণিত করবেl

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %