0
0
Read Time:1 Minute, 23 Second
রাজধানীর শ্যামপুর থানা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাজী আব্দুল মান্নান শেখ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে গেণ্ডারিয়া কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মান্নান শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, আব্দুল মান্নান গেণ্ডারিয়া কাঁচাবাজার বড় মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।