0
0
Read Time:1 Minute, 8 Second
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাত ১টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুমানা বেনাপোল বন্দরের সিআ্যান্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে এবং বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রুমানা ঢাকাতে থাকতেন। সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা গত ১০ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
রুমানার মৃত্যুর বিষয়টি বার্তাটোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন বেনাপোল সমিতির সভাপতি শফিকদর।