রাজধানীর কমলাপুরে পরকীয়ার জেরে ছুরিকাঘাতে রেলওয়ের অস্থায়ী গেটম্যান নিহত হয়েছেন।
রোববার (১২ জুন) দুপুরের দিকে হামলার ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহতের নাম মো. শাহীন (৩২)। তিনি কমলাপুরে লাইনের ৯ নম্বর অস্থায়ী গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন।
শাহিন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হাটধলা গ্রামের মৃত দূর্গাদির ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।
হামলার ঘটনায় নিহতের বোন আয়েশা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা রশিদা আক্তার ও তার স্বামী কাঞ্চনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।
ঢাকা রেলওয়ে থানার কমলাপুর (এসআই) মো. সেকেন্দার বলেন, স্ত্রী রশিদা আক্তারকে নিয়ে মানিকনগরের থাকতেন কাঞ্চন সিকদার। রশিদার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল শাহিনের।
বিষয়টি জানতে পেরে কাঞ্চন রাগান্বিত হয়ে শাহিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে।
ঘটনার পর স্থানীয়রা কাঞ্চন সিকদারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে সোমবার ময়নাতদন্ত শেষে শাহিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।