বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রাজপথ আওয়ামী লীগের দখলেই থাকবে। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথেই থাকবে। কেউ বাধা দিতে পারবে না।
সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, ‘বিএনপি বলে সরকার তাদেরকে নাকি আন্দোলনের সুযোগ দেয় না, অথচ দিনে ৩-৪টা প্রোগ্রাম করে। রিজভী কাঁথা-বালিশ নিয়ে অফিসে ঘুমিয়ে থাকে। বিএনপি পৃথিবীতে মিথ্যাচারে চ্যাম্পিয়ন।’
সাহারা খাতুনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘সাহারা খাতুন একজন সৎ সাহসী ও ত্যাগী নেত্রী ছিলেন। তিনি সব সময় আন্দোলনের অগ্রভাগে থাকতেন। তিনি শেখ হাসিনার একজন আস্থাভাজন নেত্রী ছিলেন। আজকের এই দিনে আমাদের পাশে তার থাকার দরকার ছিল।’
প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে বিএনপি ভিন্ন খাতে প্রবাহিত করছে মন্তব্য করে আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী সংলাপের কোনও দাওয়াত দেননি। আওয়ামী লীগের কোনও দুর্বলতা নেই। এটা নিয়ে বিএনপি অপব্যাখ্যা দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনও সুযোগ নেই।’
আলোচনা সভায় বঙ্গবন্ধু অ্যাকাডেমির চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।