শ্রীলঙ্কার সাবেক গতি তারকা আর ঝাকড়া চুলের জাদুকর লাসিথ মালিঙ্গাকে পেস বোলিং কোচের দায়িত্ব দিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের আগামী মৌসুমে ট্রেন্ট বোল্টের মতো পেসারদের তালিম দেবেন মালিঙ্গা।
আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময় মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন মালিঙ্গা। ২০২১ সালের জানুয়ারিতে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবেও কাজ করেছেন মালিঙ্গা। যদিও প্রথম অ্যাসাইমেন্ট খু্ব একটা ভালো হয়নি। অজিদের কাছে লঙ্কানরা ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে।
তাকে টানতে পেরে বেশ খুশি রাজস্থান।
টুইটারে লিখেছে, ‘কিস দ্য বল, মালিঙ্গা আইপিএলে গোলাপি শিবিরে। ’
আইপিএলে এখনও সর্বোচ্চ উইকেট নেয়া বোলারের তালিকায় মালিঙ্গা আছেন সবার ওপরে। ১২২ ম্যাচে তার ঝুলিতে আছে ১৭০ উইকেট।
রাজেস্থানের দায়িত্ব পেয়ে মালিঙ্গা বলেছেন, ‘আইপিএলে ফিরতে পারা আমার জন্য চমৎকার অনুভূতি।