রাজস্থানের মেয়ে এবার ভারত সেরা! শ্রেষ্ঠ সুন্দরীর তাজে ভূষিত হলেন

0 0
Read Time:1 Minute, 29 Second

মরুরাজ্য রাজস্থানের মেয়ে এবার দেশের সেরা সুন্দরীর শিরোপা জিতে নিলেন। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের একটি বর্ণময় আয়োজনে দেশের সেরা সুন্দরীর তকমায় ভূষিত হন সুমন। শনিবার রাতে সর্দার বল্লভভাই প্যটেল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সেরার শিরোপা ঘোষিত হয়।

রাজস্থানের মেয়ে এবার ভারত সেরা! শ্রেষ্ঠ সুন্দরীর তাজে ভূষিত সুমন                                                                                                                        এদিনের সন্ধ্যায় ২০ বছরের সুমন জিতে নেন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের তাজ। এরপর মিস ইন্ডিয়া ইউনাইটেড জিতে নেন বিহারের শ্রেয়া শঙ্কর, আর মিস গ্র্যান্ড ইন্ডিয়া জিতে নেন ছত্তিশগড়ের শিবানী যাদব। প্রসঙ্গত আসন্ন ২০১৯ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের তরফে প্রতিনিধিত্ব করবেন, সুমন। প্রসঙ্গত এই প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন, রেমো ডিসুজা, অভিনেত্রী হুমা কুরেশি, চিত্রাঙ্গদা সিং, প্রমুখরা। এছাড়াও অনুষ্ঠানে সকলের মন জয় করে নেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মৌনী রায়রা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর ও মণীষ পাল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %