রাবির মাঠে বসে প্রকাশ্যে গাঁজা খাচ্ছিলেন ২ মেয়েসহ তিন শিক্ষার্থী

0 0
Read Time:1 Minute, 28 Second

গাঁজা সেবনকালে হাতে নাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠ থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

আটককৃতরা হলেন- মার্কের্টি বিভাগের সান্ধ্যকোর্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, জিন্নাত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন খানম।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. লুৎফর রহমান বলেন, ইবলিশ চত্বরে গাঁজা সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে উপস্থিত হই। উপস্থিতির টের পেয়ে শিক্ষার্থীদের নিকট থাকা গাঁজাগুলো ফেলে দেয়। পরে তাদের ব্যাগ তল্লাশিতে আরও কিছু গাঁজা ও মাদকদ্রব্য পাওয়া যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রাবি প্রক্টর তিন শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %