0
0
Read Time:41 Second
শোবিজ ডেস্ক: গতকাল সিডি ভিশনের ব্যানারে মডেল নদী অভিনীত”জ্বলছে আগুণ পুড়ছে এ মন” গানটি প্রকাশিত হয়েছে। এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন স্মাক আজাদ। এ গানটিতে কন্ঠ দিয়েছেন স্পর্শ শিপলু। গানটিতে নদীর বিপরীতে কাজ করেছেন সাখাওয়াত রিয়েল। গানটি সম্পর্কে নদী বলেন;বেশ চমৎকার একটি কাজ। ভীষণ সাড়া পাচ্ছি। নদী ও রিয়েল দুজনই শোবিজে বেশ ব্যস্ত সময় পার করছেন।