রুহিয়ায় অর্থের বিনিময়ে ফেয়ার প্রাইজ কার্ডে নাম পরিবর্তনের অভিযোগ !

0 0
Read Time:1 Minute, 58 Second

মো: জাহাঙ্গীর আলম রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রুহিয়ায় সরকার নির্ধারিত মুল্যে দশ টাকা কেজি দরে ফেয়ার প্রাইজে চাল পেতে তালিকায় দরিদ্রদের নাম থাকলেও অর্থের বিনিময়ে পরিবর্তন করায় বিক্ষোভ সমাবেশ করেছে কার্ডবঞ্চিতরা। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় সদরের ঢোলারহাট ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়। এ সময় ঢোলারহাট বাজারে বিক্ষোভ ও সমাবেশে সাবেক ইউপি সদস্য খগেন্দ্র নাথ, দিপেন চন্দ্র, সংরক্ষিত সদস্য কল্যানী রাণী, ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক পরেশ শীল, তালিকা থেকে বাদ পরা নরত্তম, রহমত আলী, সহিদুর রহমানসহ অনেকে অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে তালিকায় থাকা ২৬৬ জনের নাম বাদ দিয়ে স্বচ্ছল ব্যক্তিদের অন্তভুক্ত করা হয়েছে। তালিকায় থাকা দিনমুজুর ও দরিদ্র মানুষের নাম থাকলে ইউপি চেয়ারম্যান ও সংশ্লিস্ট সদস্যরা প্রত্যেকের কাছে ৫শ থেকে এক হাজার করে টাকা নিয়ে স্বচ্ছলদের নাম অন্তভুক্ত করা হয়েছে। সুষ্ঠ তদন্তসহ অবিলম্বে তা প্রত্যাহরের দাবি করেন কার্ডবঞ্চিতরা। তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র কার্ড প্রদানে টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একটি মহল এসব করছে। দুঃস্থ্য মানুষকেই তালিকায় রাখা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *