0
0
Read Time:1 Minute, 23 Second
মো: জাহাঙ্গীর আলম রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রুহিয়া গিন্নী দেবী আগরওয়াল মহিলা কলেজে ২০২১-২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বুধবার সকালে কলেজ হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর বঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (বি এস সি), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সভাপতি দ্রৌপদি দেবী আগরওয়াল। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য দেন রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, কো-অপ্ট সদস্য আলহাজ্ব মো: আব্দুল আজিজ মিলার, সহকারী অধ্যাপক রেজানুল হক, আসাদুজ্জামান, প্রভাষক সফিকুল ইসলাম, পরিমল সরকার প্রমুখ।