নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুনে দগ্ধ ৯ কর্মচারীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলো মুজাহিদ (২০) ও আকালু (৩৫)।
শনিবার ভোরে ও গতকাল দুপুরে যথাক্রমে এই দুজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খবরটি নিশ্চিত করেছে লিলি কেমিক্যাল কারখানাটির মার্কেটিং অফিসার আবদুল খালেক।
শনিবার দুপুরে তিনি বলেন, তাদের দুজনেরই শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে আজ ভোরে মুজাহিদ ও গতকাল দুপুরে আকালুর মৃত্যু হয়েছে। বাকি ৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
গত ২৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ দক্ষিণ গোলাকান্দা এলাকায় কারখানাটিতে আগুনের এই ঘটনা ঘটে। দগ্ধদের সঙ্গে সঙ্গে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
ওই দিন রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।
আগুনে দগ্ধ বাকি ৭ জন হলেন বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী ও রাসেল। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছর।