0
0
Read Time:1 Minute, 26 Second
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলবান্ধব শেখ হাসিনা সরকার রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। সাশ্রয়ী ও আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
শনিবার সকালে ঈশ্বরদীর পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১১তম (সিপাহী) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন। রেলমন্ত্রী বলেন, যাত্রী সেবায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আস্থা অর্জন করে সর্বোত্তম সেবা দিতে হবে। অচিরেই রেলওয়েতে লোকবল ১ লাখের উপরে নিয়ে যাওয়া হবে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম রেলের চিফ কামান্ডেন্ট ফাত্তাহ ভূয়া