রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটের তিনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করায় সাময়িক বরখাস্ত হওয়া সেই আলোচিত টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়েছে।
আগামী সোমবার (১৬ মে) প্রতিবেদন জমা দেবে তদন্ত দল। পাঁচদিনের তদন্ত শেষে বৃহস্পতিবার (১১ মে) প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন বলেন, পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পদ্মা সেতু উদ্বোধন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ঢাকায় মিটিংয়ে থাকায় সময় পেছানো হয়েছে।
পরবর্তী কর্মদিবসে প্রতিবেদন জমা দেয়া হবে। প্রথম কর্মদিবস রবিবার বৌদ্ধ পূর্নিমার ছুটি থাকায় সোমবার ১৬ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এ বিষয়ে পাকশী রেল বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম বলেন, আমি জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় একটু দেরি হচ্ছে, আমি কর্মস্থলে ফিরলেই তদন্ত প্রতিবেদনটি গ্রহণ করা হবে।
গত ৫ মে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটের তিনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেন পাবনার ঈশ্বরদীর ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।
পরে রেলমন্ত্রীর স্ত্রীর ফোনে তাকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।
এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে অভিযোগ তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। এর মাঝেই গত ৮ মে টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদের বহালের নির্দেশ দেন রেলমন্ত্রী।
তদন্তের স্বার্থে কমিটিকে তিনদিন বাড়িয়ে তদন্তের সময় পাঁচদিন করা হয়।
যে সময় শেষ হয় বৃহস্পতিবার।