শোবিজ ডেস্ক :করোনায় আর্থিক কষ্টে পড়েছে অনেক পরিবার। এরকম চারটি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী লারা লোটাস। রোজা উপলক্ষে চারটি পরিবারের এক মাসের বাজার করে দিয়েছেন তিনি। জানিয়েছেন তার পক্ষ থেকে তাদের জন্য রোজার সামান্য উপহার।এ বিষয়ে জানতে চাইলে লারা বলেন, কিছুদিন আগে ব্যক্তিগতভাবে আমি স্বল্প আয়ের কিছু মানুষকে সহযোগিতা করেছিলাম। তখন দেখেছি মানুষের কষ্ট। সামনে রোজা আসছে। তাই ঢালাওভাবে অনেককে দুয়েকদিনের জন্য সহযোগিতা না করে পুরো মাসের জন্য সহযোগিতা করাটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। সেজন্যই আমার পরিচিত চারটি পরিবারের মাসের বাজার করে দিয়েছি। এমনভাবে খাদ্যসামগ্রী উপহার দিয়েছি যাতে তারা ঈদের দিনও ভালো – মন্দ খেতে পারে।লারা জানান, আমাদের সকলের যার যার জায়গা থেকে এগিয়ে আসা উচিৎ। আমি যতটুকু পারছি করছি। যারা সামর্থ্যবান আছেন তারাও এগিয়ে এলে মানুষের ক্ষুধার কষ্ট লাঘব হয়।এমন উদ্যোগে বাবা – মা, ভাই – বোনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লারা বলেন, আমার ইচ্ছাকে সফল করার পেছনে আমার পরিবারের ভূমিকা আছে। তারা সহায়তা করেছেন বলেই আমি কয়েকটি পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি।লারা আরও জানান একটি পরিবারে এক মাসে যেসব খাদ্যদ্রব্য ও আনুষঙ্গিক পণ্য প্রয়োজন তা কিনে দিয়েছেন। এর মধ্যে রয়েছে নানারকম ডাল, ছোলা, খেজুর, চিরা, চিনি, সেমাই, পোলাওর চাল, সাবান ইত্যাদি।
রোজা উপলক্ষ্যে স্বল্প আয়ের মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়ালেন লারা লোটাস
Read Time:2 Minute, 13 Second