র‌্যাম্প মডেলদের নিয়ে অ্যাওয়ার্ড শো

0 0
Read Time:2 Minute, 43 Second

প্রথমবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মডেলিং ইন্ডাস্ট্রি (র‍্যাম্প মডেল) মানুষের জন্য ‘টেলিপ্রেস প্রেজেন্টস আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২১’।

আজ (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারের প্রথমবারের মতো বসতে যাচ্ছে ‘টেলিপ্রেস প্রেজেন্টস আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২১’-এর জমকালো আসর।অনুষ্ঠানটির আয়োজন করেছেন ফ্যাশন ডিজাইনার এবং চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।আর এই আসরকে কেন্দ্র করে বসতে যাচ্ছে তারার মেলা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন,জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, আব্দুর নূর সজল নিরব, ইমন।অভিনেত্রীদের মধ্যে আছেন চিত্রনায়িকা নিপুণ,শবনম বুবলী, তমা মির্জা, মেহজাবিন চৌধুরী, পূর্ণিমা বৃষ্টি। সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ, স্বপ্নীল সজিব, আঁখি আলমগীর, তামান্না প্রমি, অণিমা, তানভির তারেক, উপস্থাপক আনজাম মাসুদ, শান্তা জাহান প্রমুখ।এছাড়াও আরও থাকবেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা এবং সৈয়দ রুমা।

অনুষ্ঠান প্রসঙ্গে পিয়াল হোসেন জানান, র‍্যাম্প মডেলিং সারা বিশ্বে ভীষণ সমাদৃত হলেও আমাদের দেশে র‍্যাম্পের সঙ্গে যুক্তরা কেউ সেভাবে সম্মান পান না। কিন্তু আমাদের দেশেও আন্তর্জাতিক মানের কাজ হয়। তাদের উৎসাহিত করতেই এই অ্যাওয়ার্ড শো আয়োজন করেছি। শোটি যুক্তরাষ্ট্রে হওয়ার কথা ছিল, কিন্তু কভিডের জন্য এবার হলো না। পরের বছর ঈদে যুক্তরাষ্ট্রেই হবে।

তিনি আরও বলেন, এবার দুজন করে পুরুষ ও নারী আইকনিক র‍্যাম্প মডেল, দুজন সম্ভাবনাময় মডেল এবং কোরিওগ্রাফারকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। এছাড়া থাকবে আমার ডিজাইন করা পোশাকের ফ্যাশন শো।

আয়োজক সূত্রে জানা গেছে, জমকালো এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শান্ত জাহান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *