লক্ষ্মীপুর পৌরসভায় তাহেরের বদলে নৌকার মাঝি মোজাম্মেল

0 0
Read Time:2 Minute, 33 Second

লক্ষ্মীপুর পৌরসভার বর্তমান মেয়র আবু তাহের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন দেওয়া হয়েছে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে। মোজাম্মেল জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক।

আগামী ২৮ নভেম্বর এ পৌরসভায় নির্বাচন হবে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। পরে আজ শুক্রবার বিকেলে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় নেতা-কর্মীরা বলেন, আবু তাহের জেলা আওয়ামী লীগের সদস্য। দলীয় সমর্থন নিয়ে লক্ষ্মীপুর পৌরসভায় টানা দুবার মেয়র নির্বাচিত হন আবু তাহের। কিন্তু তিনি পৌরসভায় গৃহকর অস্বাভাবিক হারে বৃদ্ধি করায় তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়ে। প্রতিবাদে গত বছরের ৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।

এর জেরে তৃণমূল থেকে আবু তাহেরের নাম বাদ দিয়ে গত ১০ ডিসেম্বর ১০ জন নেতার নাম কেন্দ্রে জমা দেয় জেলা আওয়ামী লীগ। ওই দিন তাহেরকে পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন না দেওয়ার অনুরোধ করে দলের সভাপতির কাছে একটি চিঠিও দেন আওয়ামী লীগের নেতারা। সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ এ কে এম শাহ জাহান কামাল ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক নুরউদ্দীন চৌধুরীসহ চারজন নেতা স্বাক্ষর করেন চিঠিতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *