লাক্স তারকা সামিয়া অথৈ’র ছয় উপায়

0 0
Read Time:2 Minute, 28 Second

রিফাত রাহুল খাঁন:লাক্স তারকাসুন্দরী সামিয়া অথৈ। সাম্প্রতিক সময়ে করোনার প্রাদুর্ভাব বিরাজ করছে আমাদের দেশেও। অনেক তারকাই নিজেদের মতো করে সচেতনতা তৈরির চেষ্টা করছেন ভক্ত-শুভাকাঙ্খীদের মাঝে। তার থেকে বাদ যাননি অথৈও। তিনি নিজের ফেসবুকে এক ভিডিওবার্তায় বলেন,করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতাই পারে করোনাকে প্রতিরোধ করতে। যারা করোনার বিষয়টা গুরুত্ব দেননা ; দয়া করে এটিকে গুরুত্ব দিবেন। করোনা প্রতিরোধে আমার জানা ছয়টি উপায় শেয়ার করছি। এর দ্বারা কারও উপকারও হতে পারে। এরমধ্যে প্রথমটি হচ্ছে, ঘন ঘন হাত পরিস্কার করতে হবে।২০ থেকে ৩০ সেকেন্ড হাত পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, হাঁচি কিংবা কাশি থাকলে রুমাল বা টিস্যু ব্যবহার করুন। না থাকলে হাতের কনুই ব্যবহার করুন। আপনার জ্বর যদি থাকে অথবা বিদেশ থেকে আসেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। তৃতীয়ত, অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করবেন না। চতুর্থত, বাসার বাইরে অপ্রয়োজনে যাবেন না। গেলে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। যে পোশাক পরে বাহিরে গিয়েছেন; সেটা গরম পানিতে ধুয়ে দিবেন।
কয়েকটা দিন বাসায় থাকলে সবার জন্যই ভালো। পঞ্চমত, হাত মেলানো যাবে না। কোলাকুলি কিংবা আলিঙ্গন করা যাবে না। কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখবেন। ষষ্ঠত, বিদেশ ফেরত আত্মীয় ও বন্ধুবান্ধব থেকে একটু দূরে থাকুন। বিদেশ থেকে যারা এসেছেন, তাদের কাছে অনুরোধ করবো বাড়িতেই থাকতে। ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার জন্য এই সময়ে সচেতন হতে হবে। এর কোনো বিকল্প নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %