বিজয় দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো যৌথভাবে ‘জয়ধ্বনি’ উৎসবের আয়োজন করছে বেস্ট হোল্ডিংস লিমিটেড এবং লা মেরিডিয়ান ঢাকা। উৎসবটি রাঙিয়ে তুলতে লা মেরিডিয়ান ঢাকার ছাদে অবস্থিত ‘ইনফিনিটি’ ভেন্যুতে সাজানো হয়েছে এক ভিন্ন রঙে। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও আলোকচিত্র প্রদর্শনী, বাংলা খাবারের আয়োজন, নাটক এবং বিজয় মেলা হয়েছে। উৎসবে দেশের সুপরিচিত ফটোগ্রাফি ক্লাবের বাছাইকৃত ছবি প্রদর্শন করা হয়েছে।উৎসবটির সার্বিক তত্বাবধান করছে বেস্টকম এবং প্রযোজনা করছে পেপসিকো। হোটেলটি বাংলাদেশের স্ট্রিট ফুড ও লোকসংস্কৃতিকে তুলে ধরতে ট্র্যাডিশনাল বিজয়মেলার আয়োজন করেছে । এখানে সাতটি স্টলে কাচের চুড়ি, নখের নানা ধরনের নকশা, মুখাঙ্কন, আলতা, কুমকুম, দেশি শাড়ি, শতভাগ বিউটি হারবাল পণ্য, হাতে তৈরি স্যুভেনিরসহ অন্যান্য সামগ্রী ছিল । উৎসবে ‘স্ট্রিটস অব ঢাকা’ নামে একটি ফুড কর্নার আছে, যেখানে চটপটি, ফুচকা, খাস্তা পুরি, পিঠা, ঝালমুড়িসহ হোটেলটির এক্লেয়ার্স পাওয়া যাবে।নেমেসিস এবং এফ মাইনর ব্যান্ডের মতো দর্শক মাতানো ব্যান্ডগুলো উৎসবে গান পরিবেশন করেন। এছাড়া উৎসবে গান পরিবেশন করেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী কিরণ চন্দ্র রায়।লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাব্রিয়েল বলেন, বিজয় দিবস উপলক্ষে এই ধরনের একটি উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। যেখানে বাংলাদেশিরা চিত্রকর্ম ও আলোকচিত্রের মাধ্যমে দেশের স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিতে পারবেন।’ আয়োজনটিতে কূটনীতিক, বিদেশি প্রতিনিধি, সমাজকর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব, লেখক, শিল্পী, আলোকচিত্রশিল্পী, স্থপতি, ব্যবসায়ী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, সাংবাদিক ও করপোরেট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লা মেরিডিয়ানে বিজয় দিবসের ‘জয়ধ্বনি’ আয়োজন
Read Time:2 Minute, 40 Second