শনিবার থেকে ফের আন্দোলনে যাবেন বুয়েটের শিক্ষার্থীরা

0 0
Read Time:2 Minute, 33 Second

অনলাইন ডেস্কঃ


১৬ দফা দাবিতে বুয়েটে চলমান আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে বৈঠক শেষেও আন্দোলন স্থগিত করেননি শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের ১৬ দফার দাবির দৃশ্যমান অগ্রগতি হলেই আন্দোলন স্থগিত করে শনিবার থেকে ক্লাস যোগ দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে প্রশাসনিক ভাবে যদি কোনো নোটিশ দেওয়া হয় তাহলেই মাঠ ছাড়বে শিক্ষার্থীরা। অন্যথায় শনিবার থেকে ফের আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা।

চার ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি, শনিবার সকাল থেকে বুয়েট আবারও সচল হবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন এবং তাদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করতে থাকে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো টানা ৫দিনের আন্দোলনে উপাচার্য সাইদুর রহমান তার কার্যালয়ে অনুপস্থিত থাকলেও আজ তিনি উপস্থিত ছিলেন! 

আরও পড়ুনঃ এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেন, সংবাদ সম্মেলনে তুরিন আফরোজের মা

উল্লেখ্য, গত শনিবার থেকে ১৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেন বুয়েট শিক্ষার্থীরা। ৩ দিনের আল্টিমেটামের পর ৪র্থ দিন থেকে দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এরপর বুয়েট উপাচার্য ও প্রশাসন বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %