শোবিজ ডেস্ক:জনপ্রিয় লাক্স তারকাভিনেত্রী শানারইে দেবী শানু বেশ কয়েকবছর যাবত গল্প, উপন্যাস, কবিতা লেখালেখিতেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। চলতি বছরের বইমেলাতেই প্রকাশিত হয় তার প্রথম শিশুতোষ বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’। আর এই বইটি লেখার জন্যই সম্প্রতি তিনি মীনা মিডিয়া অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠত্বর পুরস্কারে ভূষিত হয়েছেন। একজন লাক্স তারকা হিসেবে চ্যাম্পিয়ন হবার বহুবছর পর একজন লেখক হিসেবে শিশুতোষ বই লেখার কারণে এই অর্জনকে জীবনের অন্যতম অর্জন হিসেবে বিবেচনা করছেন শানু। কারণ লেখালেখিতে অল্প সময়ে এসেই এমন অর্জন তার লেখালেখিকে অনুপ্রেরণা দিতে, সমৃদ্ধ করতে এভাবে ভূমিকা রাখবে তার তার ধারনাতেই ছিলোনা। তাই এই প্রাপ্তি তার আগামী দিনের জন্য অনেক বড় সহায়ক হিসেবেও ভূমিকা রাখছে। অথচ যে সময়টাতে শানু এই পুরস্কার হাতে নিলেন সেই সময়টাতে তার পরিবারের সবাইকে নিয়ে কলকাতায় ছিলেন। সেখানে যেতে না যেতেই অ্যাওয়ার্ড কমিটি থেকে ফোন পেয়ে চূড়ান্ত ফলাফল না জেনেই আগ্রহ নিয়ে কলকাতায় না থেকে ঢাকায় চলে এলেন। পেয়েও গেলেন সেই সম্মাননা।শানু বলেন,‘ এই সম্মাননা আমার জন্য যে কতো বড় অর্জন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা। যখন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষনার সময় আমার যেমন টেনশন হয়েছিলো ঠিক একই রকম টেনশন হয়েছিলো। যাক, শেষ পর্যন্ত পুরস্কারটি পেলাম, ভীষন ভালোলাগা কাজ করছে নিজের ভেতর। একজন লেখক হিসেবে দায়িত্বও বেড়ে গেলো।’ দায়িত্ব বেড়ে যাবার কারণেই আগামী একুশে বইমেলার জন্য নতুন তিনটি বই নিয়ে আসছেন শানু ভক্তদের জন্য। বই তিনটি হচ্ছে উপন্যাস ‘লিপস্টিক’, কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ ও শিশুতোষ একটি বই যার নাম এখনো ঠিক করেননি শানু। আপাতত বইগুলোর কাজ নিয়েই ভীষন ব্যস্ত রয়েছেন শানু। তারপরও অভিনয় করছেন সময় করে। এরইমধ্যে চ্যানেল আইয়ের জন্য এস এম কামরুজ্জামান সাগরের নির্দেশনায় তিনি ‘বুদ্ধিমান গাঁধা’ নাটকের কাজ শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে আছেন রওনক হাসান। শানু বলেন, ‘সাগর ভাইয়ের নির্দেশনায় কাজটি করে ভেশ ভালোলেগেছে। অনেকদিন পর গ্রামের সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা খুব চমৎকার। যে কারণে আমি কাজটিও দারুণ উপভোগ করেছি। আশা করছি ভালোলাগবে দর্শকের।’ এদিকে অরন্য আনোয়ারের নির্দেশনায় শানু অভিনীত ‘ফুল এইচডি’ ধারাবাহিক নাটকটির প্রচার শিগগিরই শেষ হয়ে আসছে। এছাড়াও শানু হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় ‘চাপাবাজ’ ধারাবাহিকেও একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন।
ছবি: সংগৃহীত