0
0
Read Time:1 Minute, 3 Second
নব্বইয়ের দশকের সেই বিখ্যাত ছবি ‘ডর’ মনে আছে? যশ চোপড়া পরিচালিত এই ছবিতে ‘খলনায়ক’ ছিলেন শাহরুখ, আর সানি ছিলেন ‘নায়ক’। ‘কক..ক.. কিরণ ‘ দিয়ে শুরু সংলাপে শাহরুখ রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে আসেন। ছবিতে সানির চরিত্রও দাগ কাটে মানুষের মনে। তবে সেই শেষ!
এরপর আর কোনও দিনও শাহরুখ-সানিকে একসঙ্গে ফিল্মে অভিনয় করতে দেখা যায় না কেন? শাহরুখের সঙ্গে সানি ১৬ বছর কথা বলেন না বলে কানাঘুষো শোনা যেত বলিউডের অন্দরে,বিষয়টি নিয়ে মুখ খুলে সানি জানিয়েছেন,’ আমি কথা বলিনা,সেটা নয়। তবে আমি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছি। আমি খুব একটা সোশ্যাল নই। আমরা আর কোথাও দেখা করিনি। তাই আর কথা বলার কথাই ওঠেনা। ‘