Read Time:2 Minute, 0 Second
করোনা মোকাবিলায় একগুচ্ছ অনুদানের কথা ঘোষণা করেছিলেন শুক্রবারই। এ বার নিজের ব্যক্তিগত অফিসকে জনসাধারণের জন্য কোয়রান্টিন সেন্টার ঘোষণা করে আবারও মানবিকতার নজির গড়লেন শাহরুখ খান।
শনিবার সকালে গ্রেটার মুম্বই পৌরসভার পক্ষ থেকে একটি টুইট করা হয় । সেই টুইটে শাহরুখ এবং তাঁর স্ত্রীকে এই চরম দুঃসময়ে মানুষের পাশে এই ভাবে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে লেখা হয়, “শাহরুখ এবং গৌরী খান তাঁদের ব্যক্তিগত চার তলা অফিসটি শিশু, মহিলা এবং বয়স্কদের কোয়রান্টিন সেন্টার হিসেবে দান করার মতো যে পদক্ষেপ নিলেন তা নিঃসন্দেহে সুচিন্তার প্রতিফলন।”
অক্ষয়-আয়ুষ্মান সহ তাবড় বলিস্টারেরা করোনা মোকাবিলায় অর্থদান করলেও শাহরুখ কেন কানাকড়িও খরচ করছেন না, তা নিয়ে কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য উড়ে আসছিল। যাবতীয় সমালোচনা, ট্রোলিংকে কার্যত চুপ করিয়ে দিয়ে শুক্রবার শাহরুখ সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত ভাবে জানান, কোন কোন জায়গায় কী কী দান করেছে তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট, তাঁর আইপিএল দল নাইট রাইডার্স এবং এনজিও মীর ফাউন্ডেশন।