পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শনকালে উপজেলার হাঝিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের বৃষ্টিতে দাঁড় করিয়ে রেখে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে শুভেচ্ছা জানানো হয়েছে। এ ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার সরকারি সফরে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শনকালে উপজেলার হাঝিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত আড়াইশ শিশু শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানায়।
এর আগে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয় ।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের একান্ত সচিব নুর আলমের স্বাক্ষরিত এক সফরসূচিতে জানা যায়, ১৪ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, বরগুনার প্রত্যন্ত অঞ্চলের উপজেলাগুলোর নদীভাঙন এলাকায় পরিদর্শন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তারই ধারাবাহিকতায় শনিবার সফরসূচির অংশ হিসেবে দশমিনা উপজেলার হাঝিরহাট নদীভাঙন এলাকা পরিদর্শন করে তিনি।
কিন্তু এই পরিদর্শন উপলক্ষে ক্ষমতাসীন দলের একটি মহল হাঝিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত আড়াইশ শিশু ছাত্রছাত্রীকে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখে।