শিল্পী সমিতিকে ধন্যবাদ জানালেন শাহনূর

0 0
Read Time:2 Minute, 56 Second

শোবিজ ডেস্ক :বিশ্বব্যাপী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল হচ্ছে দীর্ঘ। বাংলাদেশেও দিনে দিনে এ মিছিল লম্বা হচ্ছে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাই এখন ঘরে অবস্থান করছেন৷ কারো কারো বাসায় প্রয়োজনীয় খাদ্যদ্রব্য শেষ হয়ে গিয়েছে। চিত্রনায়িকা শাহনূরের বাসায়ও খাদ্য সংকট তৈরি হয়েছে। শাহনূর টানা ২১ দিন ধরে বাসা থেকে বের হননি। খাবার কিনে মজুতও করেননি। আর এ কারণে তার বাসার বাজার শেষ হয়ে গিয়েছে বলে আজ একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।হোম কোয়ারেন্টিনে শাহনূরের ২১ দিন, পড়েছেন খাদ্য সংকটে, এমন শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশের পর নজরে পড়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের। সংবাদটি প্রকাশের পর প্রয়োজনীয় খাবার সামগ্রী পাঠান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, হঠাৎ একটি গণমাধ্যমে সংবাদ দেখতে পাই আমাদের শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা শাহনূর আপার খাবার শেষ হয়ে গেছে। সংবাদটি পড়েই আমার নিজস্ব গাড়িতে করে, সাথে শিল্পী সমিতির প্রতিনিধি দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী পাঠিয়ে দিয়েছি। দেশের দুঃসময়ে পকেটে টাকা থাকলেও অনেকে প্রয়োজনীয় জিনিস কিনতে বের হতে পারছেন না। তেমনই শাহনূর আপার একই অবস্থা। তার প্রতি সম্মান দেখিয়ে চাল, ডাল, তেল, আঁঠা, লবন, আলু, পেঁয়াজ, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠিয়ে দিয়েছি।চিত্র-নায়িকা শাহনূরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শিল্পী সমিতির পক্ষ থেকে বাসায় চাল, ডাল, চিনি, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পাঠানো হয়েছে এমন ঘটনায় সত্যি অবাক হয়েছি। আসলে দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় যার কারনে বাজার মজুদ করার সুযোগ হয়নি। ধন্যবাদ শিল্পী সমিতির বর্তমান কেভিনেটকে আমাকে সম্মানীত করার জন্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %