নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পেছন থেকে ঠেলে যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে দেওয়ার ঘটনায় এমভি রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গো জাহাজ আটক করেছে নৌ পুলিশ। এ সময় জাহাজের চালকসহ ৯ জনকে আটক করা হয়।
রোববার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেনদিবাগ ডকইয়ার্ড থেকে জাহাজটি আটক করা হয়। পুলিশ জানায়, ডকইয়ার্ডে জাহাজটি রেখে পালাতে চেষ্টা করছিল চালক ও অন্য স্টাফরা।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান।
এর আগে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার আল-আমিননগর এলাকায় রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। লঞ্চে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল।
এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ৬ জনের মধ্যে ৭ বছরের এক শিশু (বালিকা), ৩৫ বছর বয়সী এক নারী ও আরিফা আক্তার (২৫), তার ১৮ মাসের ছেলে শিশু সাফায়েত এবং জয়নাল ভূঁইয়া (৫০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
এ দিকে এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
উল্লেখ্য, আল-আমিন নগরের অদূরে কয়লাঘাট এলাকায় গত বছরের ৮ জুলাই এক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৩৪ জনের প্রাণহানি হয়।