শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃত্যু বেড়ে ৬

0 0
Read Time:2 Minute, 15 Second

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

রোববার (২০ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে।
দুপুর আড়াইটার দিকে একজন ৬০ বছরের বৃদ্ধ এবং একজন ২৫ বছরের তরুণীর লাশ উদ্ধার করা হয়। এরপর আরও ৪জনের লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের নাম জয়নাল ভূঁইয়া তিনি মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, সদর উপজেলার আল-আমিননগর এলাকায় রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনাটি ঘটে। লঞ্চে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল।

এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

নিহত জয়নালের স্বজন বন্দর উপজেলার মাহমুদনগর এলাকার লোহার ব্যবসায়ী ওমর ফারুক বলেন, নিহত জয়নাল ভূঁইয়া মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ড্রেজার ব্যবসায়ী। সাইট ভিজিটের জন্য গিয়েছিলেন ডেমরায়। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জ ফিরছিলেন। বাড়ি ফেরার পথে লঞ্চডুবির ঘটনা ঘটে।

ওমর ফারুক আরও বলেন, ষাটোর্ধ্ব বৃদ্ধ জয়নাল স্ট্রোকের রোগী ছিলেন। ল ডোবার পর সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন তিনি। তীরে ওঠার কিছুক্ষণ পর স্ট্রোক করে মারা যান তিনি।

শীতলক্ষ্যার দু’পাড়ে নিখোঁজের স্বজনরা ভিড় করছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *