‘শেখ রাসেল ওয়ালটন ক্লাব কাপ অনূর্ধ্ব-১৬ বক্সিং প্রতিযোগিতা-২০২১’ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। যেখানে সারাদেশ থেকে ৩৭টি ক্লাব নিবন্ধন করেছিল। তার মধ্যে ৩৫টি ক্লাবের হয়ে ১২০ জন তরুণ বক্সার ৬টি ওজন শ্রেণিতে অংশ নেয়। তার মধ্যে ছেলে ৯০ জন, মেয়ে ৩০ জন।
বালক বিভাগের ওজন শ্রেণিগুলো হলো- ২৯ কেজি, ৩২ কেজি, ৩৫ কেজি ও ৩৮ কেজি। বালিকা বিভাগের ওজন শ্রেণি হলো- ৪২ কেজি ও ৪৫ কেজি।
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ তুর্কিসহ অন্যান্যরা।
দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল বুধবার বিকেলে শেষ হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলের জন্য ট্রফি, মেডেল ও প্রাইজমানি থাকবে। এ ছাড়া থাকবে ব্যক্তিগত পুরস্কারও।
এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।