0
0
Read Time:1 Minute, 18 Second
শেরপুরে পুলিশের অতিরিক্ত শহর সহকারী পরিদর্শক আনোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) সকালে মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির পাশে এক ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন জানান, সকাল ৯টারদিকে পুলিশ ফাঁড়ির পাশেইআনোয়ারের ভাড়া বাড়িতে একদলদুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলাচালায়। এ সময় বাড়ির অন্য সদস্যরাকিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালোঅস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেপালিয়ে যায়। পরে স্বজনরা জেলাহাসপাতালে নিলে কর্তব্যরতচিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্যতাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটিচাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।ঘটনাটির তদন্ত চলছে।
আনোয়ার হোসেন শহরের মিরগঞ্জমহল্লার পুলিশ ফাঁড়ির দায়িত্বেরয়েছেন।