শ্রোতামহলে বিশাল ধামাকা নিয়ে হাজির হচ্ছেন পুতুল

0 0
Read Time:2 Minute, 2 Second

শোবিজ ডেস্ক :সঙ্গীত ভুবনে সঙ্গীতশিল্পী পুতুলের একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। পুতুল শুধু গান নিয়েই নিজেকে এগিয়ে নিয়ে যান এমনটি নয়। মাঝে মাঝে তাকে বিশেষ বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনাতেও দেখা যায়। উপস্থাপনায় অন্যরকম এক নান্দনিক উপস্থিতি থাকে তার বরাবরই। আবার লেখালেখিতেও রয়েছে তার বেশ সুনাম। সবার প্রিয় সেই পুতুল নতুন একটি গানে কন্ঠ দিলেন শনিবার।‘চোখের কোণে জল’ শিরোনামের গানটি লিখেছেন সাংবাদিক মাহতাব হোসেন এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন রাজন সাহা। এবারই প্রথম পুতুল রাজন সাহার সুর সঙ্গীতে গান গাইলেন। গানটি প্রসঙ্গে পুতুল বলেন, অনেকদিনের ইচ্ছে ছিলো রাজন দা’র সুরে গান গাওয়ার। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হলো আমার। গানের কথাও এক কথায় অসাধারণ। মন ছুঁয়ে গেছে। মনোমুগ্ধকর কাব্যিক গীতিকবিতা আর মনের মতো সুর, সবমিলিয়ে একটি দুর্দান্ত গান হয়েছে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।এই গানটি ছাড়াও পুতুল এরই মধ্যে আরো নতুন দুটি গানে কন্ঠ দিয়েছেন। গান দুটি হচ্ছে ‘ঝুম বৃষ্টিতে’ এবং ‘কফির চুমুকে’। গানগুলো লিখেছেন কনা চৌধুরী। আমিরুল ইসলাম তামিম গানগুলোর সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন শান। উল্লেখ্য চোখের কোণে জল গানটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %