Read Time:1 Minute, 8 Second
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
এ তথ্য নিশ্চিত করে কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব বলেন, জেনারেল ইবরাহিম মঙ্গলবার সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) ভর্তি আছেন। তার ব্রেইন স্ট্রোক হয়েছে। আজই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত হয়েছে।
পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।