0
0
Read Time:45 Second
শোবিজ ডেস্ক:আগামী ১৩ই সেপ্টেবার শুক্রবার সংগীতশিল্পী তারেক তুর্যের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ পেতে যাচ্ছে তার একটি নতুন মৌলিক গান “তুমি কি ভালো আছ”।
গানটি লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন আর সুর ও সংগীতে ছিলেন গিটারিস্ট ও কম্পোজার সেতু চৌধুরী.গানটি চিত্রায়িত হয়েছে ভারতের দুর্গাপুর নামক এলাকায়. তুর্য জানান;
গানটি নিয়ে তিনি অনেক আশাবাদী. আশা করি দর্শক গানটি পছন্দ করবে.