শোবিজ ডেস্ক:পুরো বিশ্বে করোনা ভাইরাস ভয়াল পরিস্থিতির সৃষ্টি করেছে। সবাই আতঙ্কের মধ্যে আছি। জানি না কে, কোথায়, কেমন আছেন। আমরা যদি এখনো সর্বোচ্চ সতর্ক হই, তা হলে পরবর্তীকালে একসঙ্গে বাঁচতে পারব। কিন্তু অসচেতন হলে আমাদের আরও ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে।আমাদের দেশের অনেকেই এ ব্যাপারটি তোয়াক্কা করছেন না। হাসিঠাট্টা করে উড়িয়ে দিচ্ছেন। অনেকেই এ বিষয়টি নিয়ে ভয় পাচ্ছেন না। কোনো রকম সতর্কতা তারা অবলম্বন করছেন না। কেউ কেউ অযথা বাইরে ঘোরাঘুরি করছেন।তারা নিজের যেমন ক্ষতি করছেন, তেমনি অন্যদের জীবনও হুমকির মুখে ফেলছেন। তারা তাদের পরিবারের জন্যও ক্ষতিকারক। তারা যদি ভাইরাসটি বাইরে থেকে বহন করে ঘরের মধ্যে প্রবেশ করেন, তা হলে পরিবারের সবার সংক্রামণ হবে। সবাইকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাইলে সচেতন হওয়া প্রয়োজন। আমিও বলব, দয়া করে সাবান দিয়ে বারবার হাত পরিষ্কার করুন।অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে করুন। বিশেষ প্রয়োজনে বের হতে হলে মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। এটি একটি যুদ্ধ। বেঁচে থাকার যুদ্ধ। সুস্থ থাকার যুদ্ধ। যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, তা হলে অবশ্যই এ যুদ্ধে জয়ী হব।যারা দেশের এই বিপদে নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে কাজ করছেন, তাদের প্রতি অনেক শ্রদ্ধা। যারা ইতোমধ্যে এ যুদ্ধে মারা গেছেন, তাদের প্রতি আমরা চিরঋণী হয়ে গেলাম। দোয়া করি, সবাই ওপারে শান্তিতে থাকবেন।আসুন, সবাই সচেতন হই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি- তিনি এই রমজান মাসে আমাদের সবাইকে ক্ষমা করে দিন।
সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে; আমরা অবশ্যই করোনা যুদ্ধে জয়ী হবো: শিরিন শিলা
Read Time:2 Minute, 21 Second