সকল কাজের অনুপ্রেরণার উৎস ‘মা’ : শাহনূর

0 0
Read Time:1 Minute, 45 Second

শোবিজ ডেস্ক:’মা’ ছোট্ট একটি শব্দ, অথচ কতোই না মধুময়! মায়ের কোনো সংজ্ঞা হয় না, উদাহরণ হয় না, তুলনা তো হয়-ই না। আজ বিশ্ব মা দিবসে মাকে নিয়া স্মৃতিচারণ করে বলেন;সকল কাজের অনুপ্রেরণা আমার মা। এছাড়া তিনি আরও বলেন;’বেশ কয়েক বছর আগে আমি আমার মুক্তিযোদ্ধা বাবাকে হারিয়েছি। আমার মা তাসলিমা খানম কিছুদিন আগে গুরুতর অসুস্থ ছিলেন। এই পৃথিবীতে আমার মায়ের মতো আপন আর কেউ নেই। তাই মায়ের এমন অসুস্থতায় আমি প্রায় পাগলই হয়ে গিয়েছিলাম। যাই হোক সবার দোয়ায় আমার আম্মু এখন বেশ সুস্থ আছে। সত্যি বলতে কী আম্মুই আমার পৃথিবী। আম্মুর কাছেই আমি প্রথম নাচ ও গান শিখি। আমার মাকে আমি কখনোই কোন কারণে কষ্ট দেইনি। যদিও বা ভুল করে দিয়ে থাকি আম্মু যেন আমায় ক্ষমা করে দেন। আমার খুউব ইচ্ছে করে পুরো পৃথিবীর সবটুকু সুখ আম্মুকে দিতে। আমার আম্মুকে আমি অনেক অনেক ভালোবাসি। হয়তো এটা বলা হয়ে উঠেনা। কিন্তু না বললেও আমার আম্মু বুঝেন তাকে আমি কতোটা ভালোবাসি। সত্যি বলতে কী পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারেনা। মা ঠিকই বুঝে নেন কোনটা রাগ, কোনটা অভিমান আর কোনটা ভালোবাসা।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %