মাদক ব্যবসায়ীদের তথ্য চেয়ে আবেদন বাড্ডা থানা: ওসি অপারেশনের

0 0
Read Time:2 Minute, 42 Second
নিজেস্ব প্রতিবেদকঃ বাড্ডা থানার মাদক বিরোধী এক অভিযানে ০৩ মাদক ব্যাবসায়ী আটক।
“জঙ্গী মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” বাংলাদেশ পুলিশের এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বাড্ডা থানা পুলিশ এ অভিযান চালায়। বাড্ডা থানার ওসি অপারেশন  ইয়াসিন গাজী তার ফেসবুক স্ট্যাটাসে জানান “এবার শীগ্রই বাড্ডাকে  মাদক মুক্ত করব ইনশাল্লাহ।” এছাড়া তিনি সকল মাদক ব্যবসায়ীদের ইনবক্সে তথ্য চেয়ে সহায়তা করার অনুরোধ করেন। তিনি জানান তথ্য দাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে এই অভিযান চালানো হবে।

তার ফেসবুকে দেওয়া সম্পূর্ণ স্ট্যাটাস টি তুলে ধরা হল:  “বাড্ডা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে তালিকাভুক্ত তিন মাদক ব্যবসায়ী ১.আলাউদ্দিন (২৪), ২. রাজু (৩৫) ও ৩. মনির (২৫) কে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট  এবং ৫০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই একাধিক মাদক মামলার আসামী।

এবার শীঘ্রই বাড্ডাকে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ্। ইনবক্সে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করছি। তথ্যদাতার পরিচয় সম্পূর্ন গোপন রাখা হবে। মাদকের সাথে সম্পৃক্তদের  কাওকে ছাড় দেয়া হবে না। মাদক অপরাধীদের সামাজিকভাবে বয়কট করার অনুরোধ করছি।”

উল্লেখ্য বাড্ডা থানা কর্তৃক মাদক নির্মূলে বিশেষ বিশেষ অভিযান করেন বলে জানা যায়। এছাড়া কিছুদিন আগে বাড্ডা থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী টারজান মনির ও তার সহযোগী শাহ আলী বন্দুক যুদ্ধে নিহত হয়।

সম্পর্কিত খবরঃ

আলোচিত ইয়াবা ব্যবসায়ী সাইফুল করিম বন্দুক যুদ্ধে নিহত

তিন রোহিঙ্গা নারীর পেটের ভেতর মিলল ৩ হাজার ইয়াবা

খুনিকে ধরতে এসআই যখন রাজমিস্ত্রি

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %