ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের অন্তর্গত ৪ নং সেক্টর এলাকায় এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ‘সপ্তাহব্যাপী জনসচেতনতা ও এডিস মশার লার্ভা নিধন কার্যক্রম ২০২২’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাবেক ছাত্রলীগ নেতা, শেখ পরিবারের অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম বিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। এরপর ৪ নং সেক্টরের ১২ নং রোডের উন্মুক্ত ড্রেনে মশা নিধনের বিষ স্প্রে করার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাদের খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজু আহমেদ, ক্ষিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ জহিরুল ইসলাম, তুষার আহমেদ টুকু, জসিম উদ্দিন, ফয়সাল আমিন মিলন, জাহেদী আরমান, শওকাত বাবু, মোবারক হোসেন দোলন, এনামুল হাসান শরীফ, নীরব মিয়াসহ প্রমুখ।