Read Time:2 Minute, 37 Second
শোবিজ ডেস্ক:বৈশ্বিক মহামারী কোভিড-১৯ (করোনা) পরিস্থিতির কারণে বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন নাট্য নির্মাতা “এস এম কামরুজ্জামান সাগর” সমাজের নিম্নআয় ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আকুল আবেদন জানান।তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) সাহায্যের আবেদন করে একটি পোস্ট শেয়ার করেন। তিনি বলেন, “করোনা পরিস্থিতি তে মধ্যবিত্ত মানুষগুলো এই মুহূর্তে ভীষণরকম বিপদগ্রস্ত এবং অসহায়। তারা না পারছে কাউকে বলতে,না পারছে ত্রানের লাইনে দাঁড়াতে। এই অসহায় মানুষগুলোর সহযোগিতা প্রয়োজন। আপনার সদিচ্ছায় সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন”।
তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, “আমরা প্রথম ধাপে ৫০টি পরিবারের পাশে দাড়াতে পেরেছি। পরর্বতী ধাপে আমরা আরও ২০০টি মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়াতে চাই। আগামী ১৬ মে পর্যন্ত ফান্ড সংগ্রহ করে ১৭ই মে থেকে বিতরণ শুরু করবো।”
উল্লেখ্য, গত মার্চ এর ২৬ তারিখ ২০২০ থেকে বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউন চলছে। যার ফলশ্রুতিতে দেশের আর্থিক অবস্থার অবনতি ঘটেছে। এই লকডাউনের ফলে দেশবাসী হয়েছে ঘরবন্দীর শিকার। তাই এমন দুর্যোগপূর্ন পরিস্থিতিতে সমাজের সকল শ্রেনী-পেশার মানুষ যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তাই তিনি মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে বিনীত অনুরোধ জানান।
সার্বিক যোগাযোগ ও সাহায্যের হাত বাড়াতে, যে কোন তথ্য জানতে:
০১৭১১৩৬৭৯৩০ বিকাশ (পার্সোনাল): ০১৭১১৩৬৭৯৩০
ব্যাংক একাউন্ট A/c Name: S M Kamruzzaman Sagar
Dutch-Bangla Bank(Ring Road Branch) A/c No: 148.101.95194
বিনীত অনুরোধে
এস এম কামরুজ্জামান সাগর
নাট্য নির্মাতা,সিইও-গোল্লাছুট টিভি।