বিএনপির সংরক্ষিত মহিলা আসনের একমাত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘একজন এমপি রাষ্ট্রীয়ভাবে পাঁচ বছরের জন্য ন্যাম ভবনে একটি ফ্ল্যাট, একটা ট্যাক্স ফ্রি গাড়ি এবং রাজউকের একটা প্লট বরাদ্দ পান।
আমিও জাতীয় সংসদের একজন এমপি। সে হিসাবে রাষ্ট্রের কাছে উল্লিখিত সুবিধা পাওয়ার অধিকার রাখি। সেজন্যই আমি রাষ্ট্রের কাছে প্লটের জন্য আবেদন করেছি। তবে এই আবেদন কিন্তু বর্তমান অনির্বাচিত সরকারের কাছে নয়।’
রবিবার (২৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
টেলিভিশন টক শো’র পরিচিত মুখ বিএনপির এই নেত্রী বলেন, ‘শুধু আমি নই, এই সংসদের আরও এমপিরাও আবেদন করেছেন। কিন্তু তাদের নাম তো প্রকাশ করা হয়নি।
এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়া প্রকাশ করা সম্ভব হয়নি। আমার ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে। আমার নাম প্রকাশের একমাত্র কারণ হচ্ছে, আমি জাতীয় সংসদে সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালোভাবে বক্তব্য রাখি এবং আমি বিরোধী দলের এমপি।’
ব্যারিস্টার রুমিন বলেন, ‘আমার নাম যেহেতু প্রকাশ করা হয়েছে তাহলে আবেদনকারী অন্যান্য এমপিদের নামও প্রকাশ করা হোক। নিয়ম অনুযায়ী রাষ্ট্রের কাছে আমি প্লট চেয়েছি। তাতে এতো হৈ চৈ কেন? আমি এখনও বলব, এই সরকার অনির্বাচিত সরকার।’
তিনি আরও বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার এমপি না হয়েও অবৈধভাবে ট্যাক্স ফ্রি গাড়ি এনেছেন। আসলে মুহিত সাহেবের অবৈধ উপায়ে গাড়ি আনার বিষয়টি ধামাচাপা দিতে আমার বৈধ আবেদন সামনে আনা হয়েছে।
অথচ বেশ কিছুদিন আগে আমার ফেসবুক আইডি হ্যাক হলেও নিউমার্কেট থানা পুলিশ আমার সাধারণ ডায়রি (জিডি) এখন পর্যন্ত নিচ্ছে না।’
এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বরাবর গত ৩ আগস্ট জাতীয় সংসদের প্যাডে লিখা এক চিঠিতে রুমিন ফারহানা বলেন, ‘ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনও জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোন ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’
রুমিন ফারহানার এমন চিঠি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বিএনপির সংসদ সদস্যের এই আবেদনের বিষয়ে গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ১০ কাঠা প্লটের জন্য আবেদন করেছেন বলে শুনেছি। মন্ত্রণালয় থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে আবেদনটি আমার কাছে এখনও আসেনি। বিষয়টি আমি দেখবো।’
টেলিভিশন টকশোর পরিচিত মুখ বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা গত ৯ জুন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন নিয়ে জাতীয় সংসদে শপথ নেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে বিএনপি ধানের শীষ প্রতীকে ওই আসন থেকে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয়। স্থানীয় রাজনীতে কিছুটা বাত্য হলেও বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ও পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন। তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বরেণ্য রাজনীতিবিদ অলি আহাদের কন্যা।