বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার এবং প্রশাসন একাকার হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বর্তমান প্রশাসন এবং তার সরকারের কথাবার্তায় সেটা স্পষ্ট ফুটে উঠছে।
আজ দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ডিএমপি কমিশনারের ‘কটূক্তি’র প্রতিবাদে রাজধানীর শংকর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে মিছিলটি শংকর থেকে শুরু হয়ে মোহাম্মদপুর থানার সামনে গিয়ে শেষ হয়।
রিজভী বলেন, খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য অত্যন্ত ন্যাক্কারজনক। এছাড়া পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক ব্যক্তিদের মতো বক্তব্য দেয়, তাহলে সাধারণ মানুষ আস্থা রাখবে কোথায়? বেগম খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নজিরবিহীন।
বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শওকত আজিজ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল যোবায়ের বাবু, জামাল হোসেন টুয়েলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।