0
0
Read Time:1 Minute, 26 Second
রিফাত রাহুল খাঁন: গতকাল রংধনু গ্রুপ আয়োজিত রাজধানী বসুন্ধরা’র৩০০ ফিট সংলগ্ন মেহেদী ফুডকোডে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বসন্তের ছোঁয়ায় ভালোবাসার উৎসব-২০২০”।
এ অনুষ্ঠানে ঢাকা ললিতকলা একাডেমীর কর্ণধার সাইফুল ইসলামের কোরিওগ্রাফিতে পারফর্ম করেছেন একঝাঁক তারকা। নিঝুম রুবিনা ও শাকিব খাঁনের পারফর্মেন্স ছাড়াও এ অনুষ্ঠানে আরও অংশ নিয়েছিলেন চিত্রনায়ক নিরব; ইমন; পপি;ফেরদৌস; মৌসুমী;শিরিনশিলা ;সংগীতশিল্পী জুঁইসহ আরও অনেকে।
সংগীত পরিবেশনায় ছিল নগর বাউল জেমস ও এস. আই. টুটুল। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিল জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। কোরিওগ্রাফার সাইফুল জানান ; গতকাল এর শো বেশ চমৎকার ছিল।
দর্শকদের প্রচুর ভিড় ছিল। অত্যন্ত সফলভাবে কোরিওগ্রাফি করেছিলাম। কিংখাঁন শাকিব খাঁন ও নিঝুম রুবিনার দূর্দান্ত পারফর্মেন্স দর্শকমহল এ আলোড়ন সৃষ্টি করেছিল।