সাইফ সাইফুল-নওশাবা ও তানহা তাসনিয়ার ডকুফিল্ম ‘দি আনওয়ান্টেড টুইন’-

0 0
Read Time:2 Minute, 51 Second

শোবিজ ডেস্ক :সম্প্রতি শেষ হল সত্য ঘটনা অবলম্বনে নানজীবা খানের রচনা ও পরিচালনায় পুর্ণদৈর্ঘ্য ডকুফিল্ম ‘দি আনওয়ান্টেড টুইন’-


এর শুটিং। এসএমসি নোরিক্স ওয়ান নিবেদিত এই প্রামাণ্যচিত্রটির কো-স্পন্সর জিম’স কালেকশন। প্রযোজনা করেছেন ফয়সাল আনোয়ার। নির্মিত হচ্ছে দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ব্যানারে।সিনেমেটোগ্রাফার হিসেবে রয়েছেন আমির হামজা ও পাভেল মাহমুদ জয়। সম্পাদনা করেছেন খুরশিদ আলম।

প্রামাণ্যচিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিপা খন্দকার, ওয়াহিদা মল্লিক জলি, ড. এনামুল হক, শামস সুমন, সোহেল খান, নওশাবা আহমেদ, শান্তা রহমান, ,অ্যানি খান, শিরিন আলম, রাজু আলীম, সাইফ সাইফুলসহ আরও অনেকে।এছাড়াও ৬ জেনারেশনের প্রতিনিধি হিসেবে দেখা যাবে আফসানা মিমি, দিলারা জামান, বন্যা মির্জা, চিত্রনায়িকা ববি হক, হোমায়রা হিমু ও আরজে ত্যাজ’কে। দুটি পরিচয়হীন যমজ শিশুর গল্প নিয়ে নির্মিত এ ডকুফিল্মটির শেষে বিষয়টি নিয়ে আসাদুজ্জামান নূর, শিক্ষামন্ত্রী দিপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এবং আস্ট্রেলিয়া, ভিয়েতনাম, নেপাল, ভূটান, শ্রীলংকাসহ মোট ১১ টি দেশের নাগরিকদের মতামত দেখা যাবে। খুব শীঘ্রই এটি হলে ও টেলিভিশনের পর্দায় দর্শক দেখতে পাবেন বলে জানিয়েছে পরিচালক নানজীবা খান।

এ ব্যাপারে নির্মাতা জানান, এটি যমজ পরিচয়হীন দুটি শিশু ও বয়সন্ধিকালের সচেতনতা নিয়ে গল্প । ছবিটির শেষটা তথাকথিত ছবির মতো না।বরং পর্দায় বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ১ বছরের গবেষণা ও ৬ মাসের প্রিপ্রোডাকশন শেষ করে পুরোদমে প্রস্তুতি নিয়ে এই কাজটি করেছি, তাই আশাও অনেক। যেহেতু এই ডকুমেন্টারির কন্টেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে রয়েছে ইউনিসেফ বাংলাদেশ।।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %