অনলাইন ডেস্কঃ ব্যাট হাতে দুর্দান্ত গতিতে ছুটছেন সাকিব আল হাসান। পরপর চার ম্যাচে হাফসেঞ্চুরি ঊর্ধ্বো ইনিংসে তার প্রমাণ দিয়েছেন। বোলিংয়েও খুব একটা পেছনে নেই তিনি। স্বাভাবিকভাবেই এ অলরাউন্ডারকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া। এরইমধ্যে তাকে আঁটকাতে নতুন কৌশলও অবলম্বন বরেছে দলটি। সে হিসেবে নেটে নতুন বোলার হিসেবে অ্যাস্টন আগারকে নিয়োগ দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়া এ দলের সফরে ইংল্যান্ডেই অবস্থান করছিলেন বাঁহাতি অর্থোডক্স বোলার অ্যাস্টন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তাই তাকে অনুশীলনে ডেকে নিয়েছে দলটি। মূল উদ্দেশ্য, সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পিন ঘূর্ণি সামলানোর অনুশীলন করার জন্যই মূলত অজিদের পদক্ষেপ। এর আগে বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচে সাকিবের স্পিন ঘূর্ণিতে লাল হয়েছিল স্মিথ- ওয়ার্নাররা। সেই স্মৃতি মনে করেই হয়তো সাকিবকে সামলানোর অনুশীলনে আঁটঘাট বেঁধেই নেমেছে অজিরা।
সাকিবের প্রশংসা করার সাথে সাথে সর্তকতা অবলম্বন করে বলেন অজি কোচ ড্যারেন লেম্যান, ‘বর্তমানে বিশ্বে সেরা অলরাউন্ডারের সাথে সাথে সেরা একজন বাঁহাতি স্পিনারও সাকিব। এমন সময়ে অ্যাস্টনকে পেয়ে যাওয়াতে খুবই ভালো হয়েছে। এক বছর আগেও সে জাতীয় দলে ছিল। আশা করি, এখানেও সে আমাদের ব্যাটসম্যানদের স্পিন সামলানোর মন্ত্র পাতিয়ে দেবে।’
এদিকে অস্ট্রেলিয়ার সহকারী কোচ রিকি পন্টিংও সাকিব নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সতীর্থদের। ব্যাপারটি নিয়ে অবশ্য মোটেও ভাবছেন না বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। আগের চার ম্যাচের মতই তিনি আগামিকালও ব্যাট-বল হাতে দেখাতে চান দাপট। দলের জয়েও রাখতে চান বড় ভুমিকা।