সাধারন ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ছে, ঈদে বন্ধ থাকবে গনপরিবহন

0 0
Read Time:1 Minute, 31 Second

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার গনমাধ্যমকে  জানান, সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে।

ঈদের ছুটিও এই ছুটির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে।

তবে যে যেখানে এখন রয়েছেন, ঈদ সেখানে করতে হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এজন্য ঈদের আগে-পরে সাত দিন যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়।

পাশাপাশি সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হলে বিশ্বের আরও অনেক দেশের মত বাংলাদেশের ১৭ কোটি মানুষও ঘরবন্দি দশার মধ্যে পড়ে, যাকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বর্ণনা করা হচ্ছে ‘লকডাউন’ হিসেবে।

এরপর সেই ‘ছুটির’ মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। তবে এর মধ্যে কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %