রিফাত রাহুল খাঁন: তরুণ প্রজন্মের ব্যস্ত টিভি উপস্থাপিকা নুসরাত সাবরিন চৌধুরী। শোবিজে সর্বদা নিজেকে অধিষ্ঠিত করার চেস্টার করছেন। সম্প্রতি তিনি ইস্রাফীল শাহীন এর প্রযোজনায় প্রবাসীদের দু:খ-দূর্দশা ও সম্ভাবনা নিয়ে টকশো “প্রবাসে জীবন” এর উপস্থাপনা করেছেন। এ সম্পর্কে তিনি জানান ; বেশিরভাগ অতিথিই প্রবাসী; আর এ অনুষ্ঠানে প্রবাসী ছাড়াও অনেক ব্যবসায়ীওও অতিথি হয়ে থাকেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে আরও জানান;খুবই ভালো একটা প্লাটফর্ম যেখানে দর্শক বিভিন্ন দেশের প্রবাসীদের দূতাবাসের হয়রানি, প্রবাসীদের মরদেহ, ফ্রি ভিসা ও প্রবাসীদের নানা দূর্ভোগ সম্পর্কে জানতে পারবেন। এ অনুষ্ঠানটি একুশে টিভির পর্দায়।প্রতি বুধবার সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট ও রাত ১ঃ৩০ মিনিটে প্রচারিত হবে। উল্লেখ্য; সাবরিন উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হিসেবেও কাজ করেছেন। নাটক; টেলিফিল্ম করেও প্রশংসিত হয়েছেন।
সাবরিনের উপস্থাপনায় ‘প্রবাসে জীবন’
রিফাত রাহুল খাঁন: তরুণ প্রজন্মের ব্যস্ত টিভি উপস্থাপিকা নুসরাত সাবরিন চৌধুরী। শোবিজে সর্বদা নিজেকে অধিষ্ঠিত করার চেস্টার করছেন। সম্প্রতি তিনি ইস্রাফীল শাহীন এর প্রযোজনায় প্রবাসীদের দু:খ-দূর্দশা ও সম্ভাবনা নিয়ে টকশো “প্রবাসে জীবন” এর উপস্থাপনা করেছেন। এ সম্পর্কে তিনি জানান ; বেশিরভাগ অতিথিই প্রবাসী; আর এ অনুষ্ঠানে প্রবাসী ছাড়াও অনেক ব্যবসায়ীওও অতিথি হয়ে থাকেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে আরও জানান;খুবই ভালো একটা প্লাটফর্ম যেখানে দর্শক বিভিন্ন দেশের প্রবাসীদের দূতাবাসের হয়রানি, প্রবাসীদের মরদেহ, ফ্রি ভিসা ও প্রবাসীদের নানা দূর্ভোগ সম্পর্কে জানতে পারবেন। এ অনুষ্ঠানটি একুশে টিভির পর্দায়।প্রতি বুধবার সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট ও রাত ১ঃ৩০ মিনিটে প্রচারিত হবে। উল্লেখ্য; সাবরিন উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হিসেবেও কাজ করেছেন। নাটক; টেলিফিল্ম করেও প্রশংসিত হয়েছেন।