সাবেক ওসি মোয়াজ্জেম প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা চান

0 0
Read Time:1 Minute, 33 Second

কারাগারে থাকা সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ডিভিশন দেয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষকে কারাবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৪জুন) সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে ওসি মোয়াজ্জেমের পক্ষে তার আইনজীবী আবেদন করলে শুনানী শেষে এ আদেশ দেন। 

আইনজীবী শুনানীকালে আদালতে বলেন, আসামি মোয়াজ্জেম হোসেন ওসি হিসেবে নবম গ্রেডের অফিসার। তিনি এখনো চাকুরিরত। ২০১২ সালের ৩০ জুলাইয়ের গেজেট অনুযায়ী তিনি প্রথম শ্রেণির কর্মকর্তা ও নাগরিক। তাই তিনি কারাগারে প্রথম শ্রেণির কয়েদীর মর্যাদার সকল সুযোগ সুবিধা পেতে পারেন। এই কর্মকর্তা কর্মজীবনে বিভিন্ন আসামি গ্রেফতার করেছেন। তাদের অনেকে জেলখানায় আছে। সাধারণ আসামিদের সাথে মোয়াজ্জেম হোসেন থাকলে তার জীবনের ঝুঁকি রয়েছে। এ জন্য আমরা তার জন্য প্রথম শ্রেণির ডিভিশন প্রার্থনা করছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %