0
0
Read Time:1 Minute, 29 Second
শোবিজ প্রতিবেদক:শুটিং শেষ হওয়ার পথে সালওয়া-আজাদের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির। শেষ লটের শুটিং বাকি রয়েছে। আর মাত্র ৭-৮ দিন শুটিং করলেই ছবিটির কাজ শেষ হয়ে যাবে। ছবিটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
এই ছবির মাধ্যমে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মঞ্চ থেকে প্রথম রানার্স আপ হওয়া নিশাত নাওয়ার সালওয়ার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। ছবিতে তার নায়ক ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেটম্যান’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন এ কে আজাদ। সালওয়া অভিনয় প্রসঙ্গে বলেন, ‘রিয়া চরিত্রে খুবই আনন্দ নিয়ে কাজটি শেষ করেছি।কো-আর্টিস্ট হিসেবে আজাদও অনেক সহযোগিতাপরায়ণ। ইউনিটের সবাইসহ নির্মাতাও অনেক কষ্ট করেছেন ছবিটি করতে গিয়ে। আমাদের সব কষ্টের প্রতিফলন দর্শকরা সামনে বড় পর্দায় দেখতে পাবেন। ’ এ ছবির কাহিনিকার সুদীপ্ত সাইদ খান। যৌথভাবে চিত্রনাট্য করেছেন সুদীপ্ত সাইদ খান ও মোস্তাফিজুর রহমান মানিক।